সম্প্রতি কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় আজ শহরে বিজেপি-র মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল। মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলটি হবার কথা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিবেকানন্দের বাড়ি থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে শ্যামবাজারে।
এই মিছিলে কয়েক হাজার শিক্ষকরাও উপস্থিত থাকবেন। মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় জানান, "কল্যাণীতে যেভাবে রাতের অন্ধকারে আলো নিভিয়ে পুলিশ পার্শ্ব শিক্ষকদের মারধর করেছে, সেটা অনৈতিক। এই ঘটনার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।"
প্রসঙ্গত, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে কিছুদিন আগে। শিক্ষিকাদের শ্লীলতাহানির অভিযোগ। এমন গুরুতর অভিযোগ তুলেছিলেন পার্শ্ব শিক্ষকরা। কিছুদিন আগে এই ঘটনাটি ঘটেছে কল্যাণীতে। পুলিশের এমন আচরণের তীব্র সমালোচনা করে গোটা রাজ্য।
অভিযোগ, অনশন মঞ্চের লাইট নিভিয়ে দেয় পুলিশ। এর পর শিক্ষিকাদের শ্লীলতাহানি করে পুলিশ। তাদের শাড়ি-ব্লাউজ ছিঁড়ে দেবার অভিযোগ পর্যন্ত ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, মহিলা পুলিশ-কর্মী ছাড়া শিক্ষিকাদের উপর এই তাণ্ডব চালান হয়েছে। শিক্ষকদের রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটান হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ রাস্তায় নামলেন বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা।
প্রসঙ্গত, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে কিছুদিন আগে। শিক্ষিকাদের শ্লীলতাহানির অভিযোগ। এমন গুরুতর অভিযোগ তুলেছিলেন পার্শ্ব শিক্ষকরা। কিছুদিন আগে এই ঘটনাটি ঘটেছে কল্যাণীতে। পুলিশের এমন আচরণের তীব্র সমালোচনা করে গোটা রাজ্য।
অভিযোগ, অনশন মঞ্চের লাইট নিভিয়ে দেয় পুলিশ। এর পর শিক্ষিকাদের শ্লীলতাহানি করে পুলিশ। তাদের শাড়ি-ব্লাউজ ছিঁড়ে দেবার অভিযোগ পর্যন্ত ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, মহিলা পুলিশ-কর্মী ছাড়া শিক্ষিকাদের উপর এই তাণ্ডব চালান হয়েছে। শিক্ষকদের রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটান হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ রাস্তায় নামলেন বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন