বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।যদিও গতকাল রাতে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়ে।
হাওয়া অফিস জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে । ওই ঘূর্ণাবর্ত পরিণত হচ্ছে নিম্নচাপে। তার ফলে আজ ও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এর বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে। বঙ্গোপসাগরের পাশাপাশি ওড়িশাতেও তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার ফলে ওড়িশা উপকূলেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। মাঝারি বৃষ্টি কিংবা ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন