ফের শোভন-বৈশাখীর সম্পর্ক নিয়ে ক্ষোভ উগরে দিলেন রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, শুনেছি বৈশাখীর স্বামী ক্যান্সারে আক্রান্ত। নিজের ক্যান্সার আক্রান্ত স্বামীর সেবা না করে কী কারণে আমার স্বামীর সেবা করছেন এবং দিন-রাত তাঁর কাছে পড়ে আছেন।
নারদ কেলেঙ্কারি থেকে বাঁচানোর নাম করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কার্যত প্রাক্তন মেয়র-মন্ত্রীকে ব্ল্যাকমেল করেছেন বলে গুরুতর অভিযোগ করেন রত্না। একটি টিভি চ্যানেলে রত্না বলেন, নারদ-কাণ্ড সামনে আসার পরই প্যানিক করতে শুরু করেন শোভন। বাড়িতেও সবসময় আতঙ্কে থাকতেন। ওর ভয় ছিল যে কোনও সময় ও গ্রেফতার হতে পারেন। এই পরিস্থিতির সুযোগ নেয় বৈশাখী। ও বলে, সিবিআই-ইডিতে তাঁর অনেক চেনাজানা আছে। তিনি সব সামলে দেবেন। আর এই কথা বিশ্বাসও করতে শুরু করেন প্রাক্তন মেয়র শোভন। বৈশাখীর পরামর্শেই তিনি ডিভোর্সের মামলা করেছেন, ঘর ছেড়েছেন, ছেলে-মেয়েকে ত্যাগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমার বিরুদ্ধে অনেক সময় ভুল বুঝিয়েছিলেন তিনি। রত্নার আরও অভিযোগ, শোভনের সামাজিক প্রতিষ্ঠা এবং অর্থের কারণেই তাঁকে দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করছেন বৈশাখী।
Baisakhi bandapaddhay wb er ak kolongkito nari. ...
উত্তরমুছুননির্লজ্জ বেহায়া মেয়েমানুষ
উত্তরমুছুনবৈশাখী ব্যানার্জীর
উত্তরমুছুনএকজন মেয়ের ঘর ভাঙ্গা উচিত হয়নি।
মোদি কি করে সোভন কে মেনে নিলেল উনি 3তালাক চালুকরলেন মুসলিম মেযেদের । আর হিনদু দের এই অবসতা
উত্তরমুছুন