সামনের বিধানসভা নির্বাচন। ওই নির্বাচন যে খুব একটা সহজ হবে না তা বুঝে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের 'দাদাকে বলো' পর মুকুল পুত্র শুভ্রাংশু রায় শুরু করছেন 'ঘরের ছেলেকে বলো'-র প্রচার।
এখন সেই পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা বীজপুর।
সামনেই আছে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক ক্ষয় পূরণ করতে ভোট মাস্টার প্রশান্ত কিশোরের পরামর্শেই এগোচ্ছে গোটা তৃণমূল। তার পরামর্শেই রাজ্যজুড়ে দিদিকে বলো-ক্যাম্পেন করছে তৃণমূল। এবার এর পাল্টা হিসেবে কদিন আগেই রাজ্য বিজেপি জানিয়েছে তারা 'দাদাকে বলুন' কর্মসূচি শুরু করছে। যেখানে চা খেতে খেতে সরাসরি সব সমস্যার কথা ভাগ করে নেবেন তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূলের এই জনসংযোগের স্টাইলকে হাইজ্যাক করে এবার নিজেদের দলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। 'ঘরের ছেলেকে বলো' যে হোর্ডিং বীজপুরে ছেয়ে গিয়েছে সেখানে বিধায়ক শুভ্রাংশু রায়ের নিজস্ব মোবাইল নম্বর ৯০৫১৩৭৭০৬৮ ও মেল আইডি দেওয়া আছে। ওই নম্বরে ফোন করে বা মেল করে এলাকার লোকেদের সমস্যার কথা বলতে বলা হয়েছে।
সামনেই আছে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক ক্ষয় পূরণ করতে ভোট মাস্টার প্রশান্ত কিশোরের পরামর্শেই এগোচ্ছে গোটা তৃণমূল। তার পরামর্শেই রাজ্যজুড়ে দিদিকে বলো-ক্যাম্পেন করছে তৃণমূল। এবার এর পাল্টা হিসেবে কদিন আগেই রাজ্য বিজেপি জানিয়েছে তারা 'দাদাকে বলুন' কর্মসূচি শুরু করছে। যেখানে চা খেতে খেতে সরাসরি সব সমস্যার কথা ভাগ করে নেবেন তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূলের এই জনসংযোগের স্টাইলকে হাইজ্যাক করে এবার নিজেদের দলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। 'ঘরের ছেলেকে বলো' যে হোর্ডিং বীজপুরে ছেয়ে গিয়েছে সেখানে বিধায়ক শুভ্রাংশু রায়ের নিজস্ব মোবাইল নম্বর ৯০৫১৩৭৭০৬৮ ও মেল আইডি দেওয়া আছে। ওই নম্বরে ফোন করে বা মেল করে এলাকার লোকেদের সমস্যার কথা বলতে বলা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন