সম্প্রতি বিজেপি-তে যোগ দেওয়ার পরই তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলন প্রাক্তন মেয়র নিজেই। আর এবার শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৈশাখি বন্দ্যোপাধ্যায় পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা।
প্রসঙ্গত, দীর্ঘ জল্পনার পর ১৪ অগাস্ট গেরুয়া শিবিরে নাম লেখান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়। এরপরই শোভন-বাবুর নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আর্জি জানায় বঙ্গ বিজেপি। সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই শোভনবাবুর বাড়ি পরিদর্শন করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর ফলে শোভনবাবুর নিরাপত্তার বিষয়টি দেখবেন ১১ জন জওয়ান।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন