টাকা নিয়ে সিভিক ভলান্টিয়ারের চাকরির ভুয়ো নিয়োগপত্র বিলির অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এই অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ দিনাজপুরের তপনের তৃণমূল ছাত্র
পরিষদের ব্লক সভাপতি মিলন বর্মণ। তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গোটা ঘটনা তাদের জানা নেই বলে তৃণমূলের পক্ষ থেকে জানান হয়েছে। তবে বলা হয়েছে, ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে।
জানা গিয়েছে, ওই ছাত্রনেতার নাম মিলন বর্মণ। দক্ষিণ দিনাজপুরের তপনে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি। তপন এলাকার জনি সাহা নামে এক যুবককে সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেবার নাম করে এক লাখ কুড়ি হাজার টাকা চায়। জনির থেকে আগাম ৬০ হাজার টাকা নিয়েছিল বলে দাবি। অভিযোগ, গতকাল(শনিবার) মিলন বর্মণ জনি সাহাকে সিভিক ভলান্টিয়ারের জাল নিয়োগপত্র দেয়। সঙ্গে বাকি টাকা চায়। নিয়োগপত্র জাল বুঝতে পেরেই তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই ভোররাতে পুলিশ অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতিকে গ্রেফতার করে। আগামীকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে।
জানা গিয়েছে, ওই ছাত্রনেতার নাম মিলন বর্মণ। দক্ষিণ দিনাজপুরের তপনে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি। তপন এলাকার জনি সাহা নামে এক যুবককে সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেবার নাম করে এক লাখ কুড়ি হাজার টাকা চায়। জনির থেকে আগাম ৬০ হাজার টাকা নিয়েছিল বলে দাবি। অভিযোগ, গতকাল(শনিবার) মিলন বর্মণ জনি সাহাকে সিভিক ভলান্টিয়ারের জাল নিয়োগপত্র দেয়। সঙ্গে বাকি টাকা চায়। নিয়োগপত্র জাল বুঝতে পেরেই তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই ভোররাতে পুলিশ অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতিকে গ্রেফতার করে। আগামীকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন