এই প্রথম কাশ্মীরের সরকারি ভবনগুলি থেকে সরিয়ে দেওয়া হল জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা। পরিবর্তে সেখানে উড়ল ভারতীয় তেরঙা। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। এবার থেকে কাশ্মীরের সরকারি ভবনগুলিতে ভারতের জাতীয় পতাকাই উড়তে দেখা যাবে।
অন্য কোনও পতাকা সেখানে থাকবে না।
যদিও ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের নিজস্ব যে পতাকা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত ওই পতাকাই উড়ছিল ওখানের সরকারি ভবনগুলিতে। রবিবারই কাশ্মীরের পতাকাগুলি খুলে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার।
সাংবিধানিক কারণে আলাদা পতাকা নিয়ে এতদিন কাটিয়েছেন এলওসি-এর দুই পারের কাশ্মীরিরা। সাংবিধানিক আইনটি প্রত্যাহার করায় অবস্থার পরিবর্তন হয় জম্মু-কাশ্মীরে। সেই সঙ্গে আর বিশেষ পতাকা রইল না। যদিও পাক অধিকৃত কাশ্মীরে পৃথক পতাকা থেকে গিয়েছে।
যদিও ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের নিজস্ব যে পতাকা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত ওই পতাকাই উড়ছিল ওখানের সরকারি ভবনগুলিতে। রবিবারই কাশ্মীরের পতাকাগুলি খুলে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার।
সাংবিধানিক কারণে আলাদা পতাকা নিয়ে এতদিন কাটিয়েছেন এলওসি-এর দুই পারের কাশ্মীরিরা। সাংবিধানিক আইনটি প্রত্যাহার করায় অবস্থার পরিবর্তন হয় জম্মু-কাশ্মীরে। সেই সঙ্গে আর বিশেষ পতাকা রইল না। যদিও পাক অধিকৃত কাশ্মীরে পৃথক পতাকা থেকে গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন