শুক্রবার হাওড়ায় এমএসএমই-র অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য একাধিক পার্ক তৈরি হবে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী এই অনুষ্ঠানে বলেন, দেশের জাতীয় আয়ের ১৪ শতাংশ আসে শুধুমাত্র এই রাজ্যর এমএসএমই থেকেই। এই পার্কগুলির জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। মোট ১৬৩৩ একর জমির উপর এই পার্কগুলি গড়ে তোলা হবে।
এর পরেই মুখ্যমন্ত্রী দাবি করে বলেন, রাজ্যে এই পার্কগুলি তৈরি হলে প্রায় ২ লক্ষ কর্মসংস্থান হবে। এদিন ডিজিটাল পাবলিক লাইব্রেরি এবং খাদ্যশ্রী ভবনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একি সাথে রাজ্যে প্রায় ৯০ টি প্যাসেঞ্জার সেল্টারেরও উদ্বোধন করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, "আমি চাই রাজ্যে শিল্প আসুক। গ্রামের মানুষকে কর্ম দিশা দেখাতে হবে। আর সেই কাজে এমএসএমই সবচেয়ে বেশি সাহায্য করে। আমদানি এবং রপ্তানি যাতে ভালো হয় সেই দিকে ভাল ভাবে নজর দিতে হবে।"
মুখ্যমন্ত্রী বলেন, "আমি চাই রাজ্যে শিল্প আসুক। গ্রামের মানুষকে কর্ম দিশা দেখাতে হবে। আর সেই কাজে এমএসএমই সবচেয়ে বেশি সাহায্য করে। আমদানি এবং রপ্তানি যাতে ভালো হয় সেই দিকে ভাল ভাবে নজর দিতে হবে।"
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন