গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কলেজের পার্ট টাইম অধ্যাপকরা। স্কুলের পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির দাবির মধ্যেই বেতন কাঠামো পরিবর্তিত হল কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের। এর পাশাপাশি ৬০ বছর পর্যন্ত চাকরির সুরক্ষার আশ্বাসের সঙ্গে সঙ্গে ইউজিসির নিয়মমাফিক যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর সঙ্গে প্রতি বছর নিয়মমতো ইনক্রিমেন্টও পাবেন আংশিক সময়ের অধ্যাপকরা।
কলেজে নিয়মিত অধ্যাপকদের থেকে বেশি কাজ করার পরেও সম্মান পান না আংশিক সময়ের অধ্যাপকরা। সেই অভিযোগের সমাধানে এদিন আংশিক সময়ের অধ্যাপকদের জন্য বিশেষ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'এখন থেকে পার্ট টাইম, কনট্রাক্টচুয়াল হোল টাইম, গেস্ট লেকচারার, এদের সবাইকে স্টেট এডেড কলেজ টিচার করা হবে।' এই নতুন নামকরণের ফলে সব ধরনের সুবিধা পাবেন কলেজের পার্ট টাইম অধ্যাপকরা।
ইউজিসি-র নিয়ম অনুসারে যাদের যোগ্যতা রয়েছে তারা ১০ বছর কাজ করলে ৩০ হাজার, ১০ বছরের কম কাজ করলে ২৬ হাজার টাকা করে বেতন পাবেন । আবার অনেকের ইউজিসির নির্ধারিত যোগ্যতা অনুসারে যোগ্যতা নেই। সেক্ষেত্রে আংশিক সময়ের অধ্যাপক হিসেবে তারা ১০ বছর কাজ করলে ২০ হাজার টাকা ও বাকিরা মাসে ১৫ হাজার টাকা করে পাবেন। উল্লেখিত বেতনের থেকে যারা বেশি বেতন পান, তাদের পে-প্রোটেকশন দেবে রাজ্য সরকার।
কলেজে নিয়মিত অধ্যাপকদের থেকে বেশি কাজ করার পরেও সম্মান পান না আংশিক সময়ের অধ্যাপকরা। সেই অভিযোগের সমাধানে এদিন আংশিক সময়ের অধ্যাপকদের জন্য বিশেষ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'এখন থেকে পার্ট টাইম, কনট্রাক্টচুয়াল হোল টাইম, গেস্ট লেকচারার, এদের সবাইকে স্টেট এডেড কলেজ টিচার করা হবে।' এই নতুন নামকরণের ফলে সব ধরনের সুবিধা পাবেন কলেজের পার্ট টাইম অধ্যাপকরা।
ইউজিসি-র নিয়ম অনুসারে যাদের যোগ্যতা রয়েছে তারা ১০ বছর কাজ করলে ৩০ হাজার, ১০ বছরের কম কাজ করলে ২৬ হাজার টাকা করে বেতন পাবেন । আবার অনেকের ইউজিসির নির্ধারিত যোগ্যতা অনুসারে যোগ্যতা নেই। সেক্ষেত্রে আংশিক সময়ের অধ্যাপক হিসেবে তারা ১০ বছর কাজ করলে ২০ হাজার টাকা ও বাকিরা মাসে ১৫ হাজার টাকা করে পাবেন। উল্লেখিত বেতনের থেকে যারা বেশি বেতন পান, তাদের পে-প্রোটেকশন দেবে রাজ্য সরকার।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন