আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার বিকালের বিমানে দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু, কী কারণে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর তা এখনও স্পষ্ট নয়।
যদিও নবান্ন সূত্রে খবর, দিল্লিতে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করার কথা আছে। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। যা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী দফতর যদি সময় দেয়, তবে মোদীর সঙ্গেও বৈঠক করবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু কী নিয়ে বৈঠক হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায় নি।
প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এডিজি সিআইডি রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। আগাম জামিনের আবেদন করলেন রাজীব। সোমবার সকালে বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান তিনি। মঙ্গলবার তার শুনানি রয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এডিজি সিআইডি রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। আগাম জামিনের আবেদন করলেন রাজীব। সোমবার সকালে বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান তিনি। মঙ্গলবার তার শুনানি রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন