উচ্চ মাধ্যমিক স্তরের কাউন্সেলিং হতে চলেছে মঙ্গলবার ও বুধবার। প্রায় ৬০০ শিক্ষক পদের জন্য কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে এসএসসি জানিয়েছে, সোমবারই শূ্ন্যপদের বিস্তারিত তালিকা দিয়ে দেওয়া হবে।
এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, আমরা এক মাসের মধ্যে প্রথম এবং দ্বিতীয় কাউন্সেলিং শেষ করে ছিলাম। এটা এসএসসির ইতিহাসে একটা রেকর্ড। আমাদের সব কাজই খুব দ্রুত এগোচ্ছে। এর পরে নবম এবং দশম শ্রেণীর কাউন্সেলিং করানো হবে। প্রধান শিক্ষকদেরও কিছু শূন্যপদ থেকে গিয়েছে। তৃতীয় কাউন্সেলিং করে সেটা শেষ করব।অপরদিকে এখন সবচেয়ে বেশি আগ্রহ উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ ঘিরে। কারণ, সেক্ষেত্রে প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে। সৌমিত্রবাবুর দাবি, পুজোর আগে অন্যান্য নিয়োগ প্রক্রিয়া এবং উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের কাজ শেষ হয়ে যাবে। তারপর সরকারের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেবে কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন