এবার বধূ নির্যাতনের মামলায় ভারতীয় দলের স্টার ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুর আদালতের। এই স্টার ক্রিকেটারকে আত্মসমর্পণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন মহম্মদ শামি। ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে তাঁকে।
প্রায় এক বছর আগে মহম্মদ শামির বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনেন হাসিন জাহান। স্বামীর সেইসব অভিযোগ নিয়ে বিসিসিআই, পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তারপর পর থেকে বিতর্ক অনেক হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দিন দুয়েক আগে শামির বিরুদ্ধে খুনের চেষ্টা করানোরও অভিযোগ আনেন হাসিন জাহান।
শামির স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। তিনি আপত্তিকর কিছু ছবিও প্রকাশ্যে আনেন। তাঁকে মারধর ও মানসিক নির্যাতন করেন বলেও শামির বিরুদ্ধে অভিযোগ করেন হাসিন।
প্রায় এক বছর আগে মহম্মদ শামির বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনেন হাসিন জাহান। স্বামীর সেইসব অভিযোগ নিয়ে বিসিসিআই, পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তারপর পর থেকে বিতর্ক অনেক হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দিন দুয়েক আগে শামির বিরুদ্ধে খুনের চেষ্টা করানোরও অভিযোগ আনেন হাসিন জাহান।
শামির স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। তিনি আপত্তিকর কিছু ছবিও প্রকাশ্যে আনেন। তাঁকে মারধর ও মানসিক নির্যাতন করেন বলেও শামির বিরুদ্ধে অভিযোগ করেন হাসিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন