খেলার ৭০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ তাঁর দুই জোড়া ফলা আইমে স্যান্টোস কোলাডো ও বিদ্যাসাগর সিংকে মাঠে নামালেন। কিন্তু তাতে কোনও কাজ হল না। ভাল ম্যাচ হলেও কলকাতার বড় ম্যাচ ড্র।
কেউ জেতেনি এমন কথা বলতে বলতে দুই দলের সমর্থকদের বাড়ি ফিরতে হল। যদিও খেলা খুব একটা খারাপ হয় নি। খেলা টানটান থাকলেও সমর্থকরা যেটার টানে মাঠে আসেন, সেই গোলের দেখা মেলেনি এদিন। সবদিক থেকে সবুজ মেরুন ভাল খেললেও ইস্টবেঙ্গলও বিরতির পরে খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করে। একবার তো পিন্টুর পাস থেকে রোনাল্ডো ওলিভিয়েরা গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি। মোট ১০০ বছরের ডার্বি ইতিহাসে এখনও পর্যন্ত দুই দলের সাক্ষাৎ ঘটেছে ৩৬৭ বার, রবিবারের ম্যাচ ধরে ড্র হল ১১৪টিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন