এতদিন ধরে রান্নার গ্যাসে পাওয়া যেত ভর্তুকি। চলতি মাস থেকে সেই ভর্তুকি পাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভর্তুকি যদি আর না পাওয়া যায়, তাহলে খরচ অনেকটাই বেড়ে যাবে। আগস্ট মাসে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ছিল ৬০১ টাকা।
সেই টাকা দিয়ে সিলিন্ডার নেওয়ার পর ভর্তুকি হিসেবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়ের টাকা ফিরে আসত ৭৫ টাকা ৫ পয়সা। উজ্জ্বলা যোজনার গ্রাহকরা পেতেন একটু বেশি ৯৫ টাকা ৫ পয়সা। এ মাস থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ভর্তুকি পেলেও, সাধারণ গ্রাহকরা সেটা পাবেন কি না আর পেলেও কতটা পাবেন তা এখন বলা মুশকিল। পাশাপাশি এ মাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৬১৬ টাকা ৫০ পয়সা। এতদিন গার্হস্থ্য ক্ষেত্রে ব্যবহার হয় এমন সিলিন্ডারেও ভর্তুকি পাওয়া যেত। এবার সেক্ষেত্রেও ভর্তুকি কতটা পাওয়া যাবে তা বলা হয় নি।
যদিও এতদিন নিয়ম ছিল প্রথম ১২টা সিলিন্ডার কেনার ক্ষেত্রে ভর্তুকি দেবে সরকার। ১৩তম সিলিন্ডার থেকে কিনতে হবে ভর্তুকি ছাড়া দামে।
যদিও এতদিন নিয়ম ছিল প্রথম ১২টা সিলিন্ডার কেনার ক্ষেত্রে ভর্তুকি দেবে সরকার। ১৩তম সিলিন্ডার থেকে কিনতে হবে ভর্তুকি ছাড়া দামে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন