কেন্দ্রের নতুন নিয়মের ফলে ভাগ্য খুলতে চলেছে বহু অস্থায়ী কর্মীদের। সরকারি অফিসে অস্থায়ী কর্মীদের বেতন নির্ধারণের ব্যাপারে নতুন নিয়ম তৈরি করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই নির্দেশ জারি করে তা কেন্দ্রের বিভিন্ন দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অস্থায়ী কর্মীদের দিয়ে যদি স্থায়ী কর্মীদের কাজ করান হয়, বেতন তাদের ওই স্থায়ী কর্মীদের মতন দিতে হবে। আরও একটু নির্দিষ্ট করে বললে, স্থায়ী কর্মীদের সর্বনিম্ন বেতন স্কেল অনুযায়ী প্রতিদিনের বেতন ও ডিএ সহ হিসাব করে যা হবে তাই অস্থায়ী কর্মীদের দিতে হবে। আর অস্থায়ী কর্মীদের কাজের ধরণ স্থায়ী কর্মীদের মতন না হলে ন্যূনতম মজুরি আইন অনুসারে বেতন দিতে বলা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট একই রকমের কাজে একই বেতন দেবার জন্য যে রায় দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন