চাকরি-প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রচুর লোক নিচ্ছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। অ্যাসিস্ট্যান্ট পদে ৮ হাজারের বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এলআইসি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এলআইসি-র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন শুরু হয়ে গিয়েছে গতকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে। আবেদন শেষ তারিখ ১ অক্টোবর ২০১৯ । এলআইসি-র এই নিয়োগ বিভিন্ন ডিভিশনাল অফিসে করা হচ্ছে। এলআইসি-র মধ্য, পূর্ব, পূর্ব-মধ্য, উত্তর, উত্তর-মধ্য, দক্ষিণ, দক্ষিণ-মধ্য ও পশ্চিম জোনে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আবেদন করার জন্য আপনাকে যেতে হবে এই licindia.in-এ। ওই লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত তথ্য ওই লিঙ্ক থেকে জানতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন