শিক্ষামন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন বর্ধিত হারে বেতন পাবেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। তৃণমূলের মহাসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণার পরে বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দফতর। শিক্ষকদের টানা ১৫ দিন ধরে অনশন কর্মসূচির জেরে কার্যত চাপে পড়ে যায় রাজ্য সরকার। আর তার পরেই গ্রেড পে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের শিক্ষা দফতর। কিন্তু শিক্ষকদের অভিযোগ এখনও তারা বর্ধিত বেতন পাননি।
বর্ধিত বেতন নিয়ে বিতর্কের মাঝে ভাল খবর শিক্ষকদের জন্য। গত শুক্রবার রাজ্যের শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জুলাই যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তা চলতি মাস থেকে কার্যকর হবে। চলতি মাস থেকে বর্ধিত হারে বেতন হাতে পাবেন শিক্ষকরা। ইতিমধ্যে সমস্ত জেলাতে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।এই রাজ্যের জয়েন্ট সেক্রেটারি স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি জারি করে কর্মরত শিক্ষকদের আশ্বস্ত করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাস থেকেই বর্ধিত হারে বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা। যদিও ওই বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষকদের ফিটমেন ফ্যাক্টর নিয়ে কোনও কথা বলা হয় নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন