রাজ্যের টাকা বকেয়া রয়েছে, আর সেই কারণে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লি যাওয়ার আগে একথা বলেন তৃণমূল নেত্রী। তিনি তিনদিনের দিল্লি সফরে গেলেন। সেখানে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা। দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, রাজ্যের নাম বদল নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে।
এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বঙ্গের মুখ্যমন্ত্রী। টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা? এর আগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাকা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রীর সভা এড়িয়ে গিয়েছেন। এই কদিনে পরিস্থিতির কী এমন বদল হল যে মমতার দিল্লি যেতে হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রীর এই যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো তাঁকে নিশানা করেছে। বিজেপি নেতৃত্বের অনুমান, রাজীব কুমারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে ছুটেছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন