ফের প্রচারের শিরোনামে লাভপুর হত্যা মামলা। ৯ বছর আগের তদন্তকারী আধিকারিককেই আবার তদন্তভার তুলে দিল হাইকোর্ট। কার্যত নতুন করে শুরু করা হল এই মামলা। আর তাতেই অস্বস্তি বাড়ল এই মামলার মূল অভিযুক্ত মনিরুল ইসলামের।
তিন মাসের মধ্যে এই মামলার তদন্ত শেষ করার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। এই তদন্ত হবে বীরভূম পুলিশ সুপারের নজরদারিতে। এর পাশাপাশি নির্দেশ,মামলাকারী ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ২০১০ সালের ৩ জুন লাভপুরে খুন হন ধানু শেখ,কাটুন শেখ এবং তুরুক শেখ নামে তিন ভাই। ঘটনায় মনিরুল ইসলাম সহ ৫৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মামলা ওঠে নিম্ন আদালতে। তারপরই নিহত তিন জনের বাকি আরও দুই ভাই বলেন, খুনের ঘটনায় মনিরুল ইসলামরা জড়িত নন। এরপর মনিরুল-সহ সকল অভিযুক্তকে মামলা থেকে মুক্তি দেয় আদালত।
এর পর নিহতদের ভাই জামাল শেখ অভিযোগ করেন, কার্যত চাপের মুখে পড়েই এমন বয়ান দিতে বাধ্য হয়েছিলেন তিনি। পুনরায় তদন্তের জন্য নিম্ন আদালতে আবেদন করেন নিহতদের পরিবারের সদস্যরা। যদিও আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। জামাল শেখ ফের হাইকোর্টে মামলা দায়ের করেন। প্রায় ৯ বছর পর ফের আদালতের নির্দেশে নতুন করে শুরু হয় এই মামলা।
এর পর নিহতদের ভাই জামাল শেখ অভিযোগ করেন, কার্যত চাপের মুখে পড়েই এমন বয়ান দিতে বাধ্য হয়েছিলেন তিনি। পুনরায় তদন্তের জন্য নিম্ন আদালতে আবেদন করেন নিহতদের পরিবারের সদস্যরা। যদিও আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। জামাল শেখ ফের হাইকোর্টে মামলা দায়ের করেন। প্রায় ৯ বছর পর ফের আদালতের নির্দেশে নতুন করে শুরু হয় এই মামলা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন