"মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। অর্জুন সিংকে তিনিই খুন করতে চেয়েছিলেন কাল।" সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধনে গিয়ে এমনটাই দাবি করলেন বিজেপিনেতা মুকুল রায়।
এবারে সব্যসাচী দত্তের পুজোর প্রধান আকর্ষণ ছিল বিজেপি নেতাদের উপস্থিতি। আজ অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেননরা। বিজেপি নেতারাই পুজোর উদ্বোধন করেন।
এদিনের অনুষ্ঠানে সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়েই বিজেপি নেতা মুকুল রায় বলেন, "সব্যসাচী হলেন এমন এক ব্যক্তি, যিনি খোদ মুখ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। আজ পুজোর উদ্বোধনে আমাদের ডেকেছেন সব্যসাচী। তার জন্য হয়তো সব্যসাচীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।" এর পরে সব্যসাচী দত্ত বলেন, "আমি সারদা, নারদার টাকায় পুজো করি না। তাই আমার পুলিশের ভয় নেই।"
এবারে সব্যসাচী দত্তের পুজোর প্রধান আকর্ষণ ছিল বিজেপি নেতাদের উপস্থিতি। আজ অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেননরা। বিজেপি নেতারাই পুজোর উদ্বোধন করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন