রাজ্যে টেট মামলায় হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়ে জানিয়ে দিয়েছে, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ের উপর হস্তক্ষেপ করবে না তারা।
সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রাথমিকে চাকরি পেতে পারেন২০১৪ সালের টেট পরীক্ষায় বসা চাকরি প্রার্থীরা। যারা প্রশ্ন ভুল থাকার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিল। তাঁদের দাবি ছিল, ভুল প্রশ্নের উত্তর লেখার যারা চেষ্টা করেছিলেন, তাঁদের সবাইকে ৬ নম্বর দিতে হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ গত বছর এই প্রশ্ন ভুল থাকার বিষয়টি মান্যতা দিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখে।
এর পরে পর্ষদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করে। এই মামলার শুনানিতে সোমবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। আর এর ফলে ভাগ্য খুলতে চলেছে বহু পরীক্ষার্থীর।
এর পরে পর্ষদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করে। এই মামলার শুনানিতে সোমবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। আর এর ফলে ভাগ্য খুলতে চলেছে বহু পরীক্ষার্থীর।
Questions vul thakle jara petition kore according to law tarai only oi 6 marks r others der kono facility thake na.but
উত্তরমুছুনSalary increments ,job permanency r samay jara andolan kore tarai tahole only oi facility paur joggyo.tahale sabai er jonno hoy kno....
Right
উত্তরমুছুন