খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডের অন্যতম মূলচক্রী জেএমবি জঙ্গি আজহার আলি গ্রেফতার হলেন। তাঁর কাছথেকে উদ্ধার হয়েছে পেনড্রাইভ ও বেশকিছু নথি। গ্রেফতারির পর ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, বাংলাদেশ থেকে ভারতে বিস্ফোরক আনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন এই আজহার।
প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে পলাতক ছিল এই আজহার।
সম্প্রতি দিল্লিতে এনআইএ-র তরফে ১২৫ জন জেএমবি জঙ্গির নামের একটি তালিকা বিভিন্ন রাজ্যের এটিএস ও এসটিএফ প্রধানদের হাতে তুলে দেওয়া হয়। ওই জঙ্গিদের তালিকার শীর্ষে ছিল আজাহারের নাম। বেশ-কিছুদিন ধরে তার অবস্থান ও গতিবিধির উপর নজরদারি চালান হচ্ছিল। পরে কেন্দ্রীয় ইনটেলিজেন্স ব্যুরো ও এনআইএ খবর পায় যে অসমের বরপেটা এলাকার তারবাড়িতে আসছে আজহার। খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডের চক্রীকে ধরতে সেইমতো পরিকল্পনা করে গোয়েন্দারা। খবর দেওয়া হয় অসম পুলিশকে। তারপরই বরপেটা থেকে আজহারকে গ্রেফতার করে অসম পুলিশ।
প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে পলাতক ছিল এই আজহার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন