শেষ ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৪ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে। পাকিস্তান শেষবার ভারতে খেলতে আসে ২০১২ সালে। সে সময় দুটি টি-২০ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছিল। যদিও এর পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি হতে থাকে। আর তার জেরে আর দুদেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।
এখন ভারতীয় ক্রিকেটের প্রশাসনের শীর্ষপদে বসেছেন সৌরভ গাঙ্গুলি। ফলে স্বভাবতই তাঁকে প্রশ্ন করা হল, আবার কবে ভারত-পাকিস্তান সিরিজ হতে পারে? এর উত্তরে সৌরভ বলেন, "এই প্রশ্নটা মোদীজিকে ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে করুন।
আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আমাদের কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়, তাই আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই।"
সদ্য বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ। দায়িত্ব বুঝে নেবেন আগামী ২৩ অক্টোবর। তার আগেই সাংবাদিক সম্মেলনে এমন অনেক বিতর্কিত প্রশ্ন করা হয় তাঁকে। কিন্তু কোনও রকম বিতর্কে না গিয়ে ভারত-পাক সিরিজ নিয়ে দুদেশের রাষ্ট্রপ্রধানের কোর্টেই বল ঠেলে দিলেন মহারাজ।
এখন ভারতীয় ক্রিকেটের প্রশাসনের শীর্ষপদে বসেছেন সৌরভ গাঙ্গুলি। ফলে স্বভাবতই তাঁকে প্রশ্ন করা হল, আবার কবে ভারত-পাকিস্তান সিরিজ হতে পারে? এর উত্তরে সৌরভ বলেন, "এই প্রশ্নটা মোদীজিকে ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে করুন।
সদ্য বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ। দায়িত্ব বুঝে নেবেন আগামী ২৩ অক্টোবর। তার আগেই সাংবাদিক সম্মেলনে এমন অনেক বিতর্কিত প্রশ্ন করা হয় তাঁকে। কিন্তু কোনও রকম বিতর্কে না গিয়ে ভারত-পাক সিরিজ নিয়ে দুদেশের রাষ্ট্রপ্রধানের কোর্টেই বল ঠেলে দিলেন মহারাজ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন