জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে এখনও বিতর্ক চলছে। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তার জেরে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন ও মেয়েকে গ্রেফতার করল পুলিশ। এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন মহিলা প্রতিবাদকারীকে।
ওই প্রতিবাদকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন ফারুক আবদুল্লার বোন সুরাইয়া ও মেয়ে সাফিয়া। তাঁরা হাতে কালো ব্যাজ পরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ সামিল হয়েছিলেন।
এর পরেই তাঁদের আটক করে মহিলা পুলিশ। ন্যাশনাল কনফারেন্সের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় সংবাদমাধ্যমগুলি মানুষকে বিভ্রান্ত করছে কাশ্মীর নিয়ে। ভুল ও মিথ্যে খবর প্রচার করছে তারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন