অনেক আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ই-সার্ভিস বুক তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু এখন ম্যানুয়েল সার্ভিস বুক রয়েছে সরকারি কর্মীদের, ই-সার্ভিস বুক তৈরি করতে গেলে তা আপডেট করতে হবে। কিন্তু সেই প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছে। যদিও রাজ্য অর্থ-দফতরের তরফে সমস্ত সরকারি দফতরকে দ্রুত তা আপডেট করার জন্যে নির্দেশ দিয়েছে। চলতি মাসের মধ্যেই সেই কাজ শেষ করতে হবে।
কিন্তু তা শেষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ বহু সরকারি জায়গায় লম্বা ছুটি ছিল।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, সব সরকারি কর্মচারীদের সার্ভিস বুক খুবই গুরুত্বপূর্ণ নথি। গোটা চাকরি জীবনের সমস্ত তথ্য সেখানে লেখা থাকে। বেতন হার, বেতন বৃদ্ধি থেকে শুরু করে সবকিছু সেখানে উল্লেখ থাকে। সরকারি কর্মীর বদলি, পদোন্নতির সব উল্লেখ সার্ভিস বুকে থাকে। যদিও আগে ম্যানুয়ালভাবেই সার্ভিস বুক আপডেট করা হত। সমস্ত সরকারি দফতরই তা করত। কিন্তু এখন তা ডিজিটাল ভাবে করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।
সার্ভিস বুকে অনিয়ম করার অভিযোগও আগে অনেকবার উঠেছে। জন্মতারিখ পরিবর্তন করে দিয়ে অবসরের সময় পাল্টে দেওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছে। ইচ্ছাকৃতভাবে সার্ভিস বুক হারিয়ে কোনও কর্মীকে হয়রানি করার মতনও বহু উদাহরণ আছে। মূলত তা রুখতেই এই ই-সার্ভিস বুক তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন