বর্ধমান পৌরসভায় একাধিক চাকরি-প্রার্থীকে সহানুভূতির সঙ্গে সবকিছু বিবেচনা করে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যদিও এর আগে কয়েক হাজার চাকরি-প্রার্থীর আবেদন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বাতিল হয়ে যায়।
প্রসঙ্গত, বর্ধমান পৌরসভায় কর্মরত অবস্থায় বাবা-মা মারা যাওয়ার অনেকে চাকরির জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলেন। এর পরে ওই সব সমস্যা দেখার জন্য চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি আবেদনকারীদের সমস্ত নথি ও বর্তমান আর্থিক অবস্থা খতিয়ে দেখে। এবং তারপর তাঁদের নাম সুপারিশ করে ডিরেক্টর অফ লোকাল বডিতে পাঠায়। ডিরেক্টর জানান, এখনই তাঁদের চাকরি দেওয়া সম্ভব নয়। কারণ এই মুহূর্তে এরকম কোনও স্কিম নেই। এই ঘটনা ঘটে ২০১৫ সালে। এর পরে চাকরি-প্রার্থীরা আদালতে মামলা দায়ের করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন