অনেক বিতর্কের পরে আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ করেছে কমিশন। আর ওই মেধাতালিকা নিয়ে আপারের পরীক্ষার্থীদের একটা বড় অংশের বহু অভিযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে কন্যাকুমারী ঘুরতে চলে গিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।
পুজোর মধ্যে আপারের মেধাতালিকা প্রকাশ করেছে কমিশন। সূত্রের খবর, মেধাতালিকা নিয়ে কিছু জানতে চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে স্কুল শিক্ষা দফতর। কথা বলতে চান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী তখনই জানতে পারেন, কলকাতায় নেই চেয়ারম্যান। তিনি ঘুরতে গিয়েছেন কন্যাকুমারীতে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবে গেলেন, কাকে বলে গেলেন, কেউ জানে না। সাধারণভাবে কোনও সরকারি দফতরের অফিসার ছুটিতে গেলে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে যান। কিন্তু, শিক্ষামন্ত্রী বা শিক্ষাদফতর কাউকে না জানিয়েই কন্যাকুমারী চলে গেছেন সৌমিত্র সরকার। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী। এর পরে তাঁকে শো-কজ করা হয় । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, " উচ্চ প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফলের পরিপ্রেক্ষিতে সৌমিতেবাবুকে শো-কজ করেছেন শিক্ষাসচিব"।
পুজোর মধ্যে আপারের মেধাতালিকা প্রকাশ করেছে কমিশন। সূত্রের খবর, মেধাতালিকা নিয়ে কিছু জানতে চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে স্কুল শিক্ষা দফতর। কথা বলতে চান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন