অবশেষে করিমপুর বিধানসভা উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামেরা। এদিন আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে প্রার্থী ঘোষণা করেন সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক বিমান বসু। সিপিআই(এম) প্রার্থী হচ্ছেন গোলাম রব্বি।
এবারের লোকসভা নির্বাচনে বাম - কংগ্রেস জোট নিয়ে নানান জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত জোট প্রক্রিয়া ভেস্তে যায়। যদিও বহরমপুর ও মালদা দক্ষিণে প্রার্থী দেয়নি বামেরা। ২টি কেন্দ্রেই জিতেছে কংগ্রেস। অপরদিকে যাদবপুর কেন্দ্রে প্রার্থী দেয়নি কংগ্রেস। রাজ্যের একমাত্র কেন্দ্র হিসাবে সেখানে দ্বিতীয় হয়েছে বামেরা। তবে লোকসভা নির্বাচনের ভুল বিধানসভা নির্বাচনে করে বিজেপি ও তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে চাইছে না বাম-কংগ্রেস। তাই এবার ফের জোট করেছেন তাঁরা।
জোটের শর্ত হিসাবে ১৯৭৭ সাল থেকে ২০১৬ পর্যন্ত যে দল যে কেন্দ্রে বেশিবার জিতেছে প্রার্থী দেবে সেই দল। সেই সমীকরণ মেনে খড়গপুর ও কালিয়াগঞ্জে প্রার্থী দেবে কংগ্রেস। আর করিমপুরে প্রার্থী দেবে বামেরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন