বছর শেষেই সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে সুখবর। এবার গ্রাচুইটির জন্য বড় পদক্ষেপ নিল সরকার। গ্র্যাচুইটির সুবিধা পাওয়ার ন্যূনতম চাকরির সময় পাঁচ বছর থেকে কমিয়ে এক বছর করতে পারে কেন্দ্রের সরকার। এই গ্র্যাচুইটির নিয়মে দ্রুত বদল আনতে চলেছে কেন্দ্র।
এক জন কর্মচারী বর্তমানে পাঁচ বছর টানা এক সংস্থাতে কাজ করলে তবেই গ্র্যাচুইটির সুবিধা পেয়ে থাকেন। চাকরি শেষে অবসর জীবনে একজন মানুষের হাতে দু-টি সম্বল থাকে। একটি প্রভিডেন্ট ফান্ড এবং অন্যটি গ্র্যাচুইটি। কিন্তু পাঁচ বছরের আগে সংস্থা বদল করলে কর্মীরা গ্র্যাচুইটির সুযোগ আর পান না। সব থেকে বেশি অসুবিধায় পড়েন বেসরকারি সংস্থায় কর্মরতরা। কারণ, সরকারি ক্ষেত্রে কর্মীদের সংস্থা বদলানোর ঘটনা খুব কম দেখা যায়। তাই চাকরিজীবীদের কথা ভেবেই গ্র্যাচুইটি ফান্ড তৈরির সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে এক বছর করার কথা ভেবেছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। জনসাধারণ ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের জন্য মন্ত্রক 'কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০১৯'-এর খসড়া পাবলিক ডোমেনে প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। এরপর সেটি কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন পেলেই আগামী শীতকালীন অধিবেশনেই সেটি বিল আকারে সংসদে পেশ করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন