৮২ বছর বয়সে চলে গেলেন বর্ষীয়ান বাম সাংসদ গ্রুরদাস দাশগুপ্ত। দেশ জুড়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন কে শক্তিশালী করা, ব্যাঙ্ক কর্মীদের ঐক্যবদ্ধ করতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর মৃত্যু গোটা দেশের বাম রাজনীতিতে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ছাত্রজীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন গুরুদাস-বাবু। তিনি প্রথমবার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন ১৯৮৫ সালে। সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিআইসির সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০০১ সালে। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন টুজি কেলেঙ্কারি নিয়ে তদন্তে যুগ্ম সংসদীয় কমিটির সদস্যও ছিলেন গুরুদাস-বাবু। বয়স-জনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। চেতলার বাসভবনে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন। এছাড়াও শ্বাসকষ্ট-জনিত সমস্যা এবং হৃদযন্ত্রের সমস্যাও ছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন