দিওয়ালীর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহার। একেবারে ৫ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল নরেন্দ্র মোদীর সরকার। বুধবার মন্ত্রীসভার অনুমোদনের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন-মন্ত্রী। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মরত এবং প্রায় ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী।
এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ছিল ১২ শতাংশ।
এদিনের মন্ত্রীসভার এই সিদ্ধান্তকে 'দিওয়ালীর উপহার' বলে মন্তব্য করে জাভড়েকর জানান, "এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাজে উৎসাহ অনেকটা বাড়বে।" এই মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্রের প্রায় ১৬ হাজার কোটি টাকা বেশি খরচ হবে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন