ফের গুলির লড়াই। এবার পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বড় রকমের পদক্ষেপ নিল ভারতীয় সেনাবাহিনী। রবিবার পাক অধিকৃত কাশ্মীরের বেশ-কয়েকটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা। একি সাথে ৪-৫ জন পাক সেনা নিহত হয়েছে বলেও খবর। ধ্বংস হয়েছে ৪ টি পাক লঞ্চপ্যাড। কাশ্মীরের তংধর সেক্টরের উল্টোদিকে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ঘাটেই গজিয়ে উঠেছিল ওইসব জঙ্গি ঘাঁটি।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, সেনার গুলিতে আহত হয়েছে কমপক্ষে ১০-১৫ জন জঙ্গি। রবিবার ভোর থেকে তংধর সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাতে থাকে পাকিস্তানি সেনা। পাক গুলিতে ২ জওয়ান ও সাধারণ নাগরিক নিহত হন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, দুই জওয়ানের মৃত্যুর পর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। এতে পাক সীমানায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন