রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল। অভিযোগ,কার্নিভালের দিন তাঁকে ডেকে অপমান করা হয়েছে। ইচ্ছাকৃত-ভাবে তাঁকে অপমান করেছে রাজ্য সরকার। এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।
তিনি বলেন, কার্নিভালের দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন। প্রায় অনুষ্ঠানের পুরো সময়টাই তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ৪ ঘণ্টা বসে থাকলেও, তাঁকে কোথাও দেখানো হয়নি। তাঁর নামোল্লেখ পর্যন্ত করা হয়নি। এই ঘটনায় তিনি যথেষ্ট অপমানিত বোধ করেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন