পুজোর ছুটির মধ্যে আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু ওই তালিকা প্রকাশের পর থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। যেসব অনিয়মের অভিযোগ গুলি আপারের পরীক্ষার্থীরা তুলছেন যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে। এর পরে একটা প্রাসঙ্গিক প্রশ্ন দেখা দিয়েছে, আপারের নিয়োগ প্রক্রিয়া কি সম্পন্ন করতে পারবে কমিশন?
পরীক্ষার্থীদের অভিযোগ গুলি হল,
১। টেট ও একাডেমিক স্কোরের নাম্বার বেড়েছে অনেকের। কি করে তা বাড়ল?
৩। মাল্টিপিল র্যাঙ্ক, সংরক্ষণের নিয়ম এবং রেসিও কেন মান হয় নি?
যদিও কমিশন বলছে সবকিছু নিয়ম মেনে হয়েছে। মেধাতালিকাতে কোনও অনিয়ম হয় নি! তাহলে প্রায় ৩ হাজারের কাছে অভিযোগ জমা পড়ল কেন? এমন প্রশ্ন তুললেন হবু শিক্ষকদের অনেকেই। অপর আর এক পরীক্ষার্থী অভিযোগ, কমিশনের পরিকল্পনা মাফিক এইসব অনিয়ম করেছে। আর এর জন্য ফের আটকে যেতে পারে আপারের নিয়োগ প্রক্রিয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন