ফের একবার মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সেন্ট্রাল মেট্রো স্টেশনে। মেট্রোর সামনে ঝাঁপ দেয় ওই যুবক। ওই ট্রেনটি দমদমের দিকে আসছিল। এই ঘটনার পরে সপ্তাহের ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
ছেলেটিকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ছেলেটির গায়ে স্কুলের জামা রয়েছে। তাঁর নাম পরিচয় এখনও জানা যায় নি। একই সঙ্গে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। নেহাতই দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন