বর্তমান বিশ্বে লিথিয়াম আয়ন ব্যাটারি খুবি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি, এক দূষণ-হীন ভবিষ্যতের অঙ্গীকার করে লিথিয়াম আয়ন ব্যাটারি। সেই ব্যাটারির সৃষ্টিকর্তারাই এতদিন পর পেলেন সর্বোচ্চ স্বীকৃতি। এদিন রসায়নে নোবেল পুরস্কারের জন্য ঘোষিত হল লিথিয়াম আয়ন ব্যাটারির নেপথ্যে থাকা তিন বিজ্ঞানীর নাম।
২০১৯-এর রসায়নে নোবেল পুরস্কার পেতে চলেছেন বিজ্ঞানী জন বি গুডএনাফ, এম স্ট্যানলে এবং আকিরা ইয়োশিনো।
এদিন তাঁদের নাম ঘোষণার পর নোবেল ফাউন্ডেশন জানায়, "এই ৩ জন বিজ্ঞানী নিজেদের কাজের মাধ্যমে এক তারহীন, জীবাশ্ম-জ্বালানি-হীন সমাজের ভিত্তি স্থাপন করে দিয়েছেন।"
এদিন তাঁদের নাম ঘোষণার পর নোবেল ফাউন্ডেশন জানায়, "এই ৩ জন বিজ্ঞানী নিজেদের কাজের মাধ্যমে এক তারহীন, জীবাশ্ম-জ্বালানি-হীন সমাজের ভিত্তি স্থাপন করে দিয়েছেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন