পুজোর মধ্যে আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আপারের প্রকাশিত ওই তালিকা নিয়ে বহু অভিযোগ আছে হবু শিক্ষকদের। যদিও এনিয়ে কমিশনে অভিযোগ জানাতে পারবেন পরীক্ষার্থীরা। এবার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ তুলে একসঙ্গে পথে নামতে চলেছেন শিক্ষক ও চাকরি-প্রার্থীরা। আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ করেছে।
সেই তালিকায় অস্বচ্ছতা ও দুর্নীতির বহু অভিযোগ তুলে সরব হয়েছেন চাকরি-প্রার্থীদের একটা বড় অংশ। হাইকোর্টের নির্দেশ মেনে সেই অভিযোগগুলি খতিয়ে দেখবে বলে জানিয়েছে কমিশন। সেই অভিযোগগুলি খতিয়ে দেখে কমিশন সমস্যা মেটাবে কি না, তা বলা বেশ কঠিন। আজ অভিযোগ-পত্র জমা না নেবার মতন অভিযোগ উঠেছে। তবে এবার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ তুলে ১৮ অক্টোবর কমিশনের অফিসে অভিযানের ডাক দিয়েছেন চাকরি-প্রার্থীরা। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ নামে একটি সংগঠনের ডাকে এই আন্দোলনে হাজির থাকবেন কয়েক হাজার চাকরি প্রার্থী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন