পীযূষ গোয়েলের পর অর্থনীতিতে নোবেলজয়ী বঙ্গসন্তানের তীব্র সমালোচনা করলেন বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ নেতা রাহুল সিনহা। এবার তাঁর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে কটাক্ষও করলেন তিনি। রাহুল কটাক্ষ করে বললেন, "দ্বিতীয়বার বিদেশিনীকে বিয়ে করলে দেখছি লোকে এখন নোবেল পায়।
অমর্ত্য সেনকেও নোবেল পেতে দেখেছে।"
বিজেপির জাতীয় সম্পাদক বলেন, "বামপন্থী অর্থনীতি এদেশে চলে না। মানুষ বামপন্থীকে প্রত্যাখ্যান করেছে আগেই। বিদেশে কোথাও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব কাজে লাগতে পারে। তবে এদেশে দারিদ্র দূর করতে উনি কোনও কাজে আসবেন না। ভারতে মহাত্মা গান্ধীর নীতিতেই আর্থিক উন্নতি সম্ভব।''
বিজেপির জাতীয় সম্পাদক বলেন, "বামপন্থী অর্থনীতি এদেশে চলে না। মানুষ বামপন্থীকে প্রত্যাখ্যান করেছে আগেই। বিদেশে কোথাও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব কাজে লাগতে পারে। তবে এদেশে দারিদ্র দূর করতে উনি কোনও কাজে আসবেন না। ভারতে মহাত্মা গান্ধীর নীতিতেই আর্থিক উন্নতি সম্ভব।''
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন