এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের বিরুদ্ধে বড় রকমের পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাঁকে শোকজ নোটিশ ধরান হয়েছে। এক সূত্রের দাবি, সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ-প্রাথমিকের মেধাতালিকা। আর সেই তালিকা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। শিক্ষক নিয়োগ ঘিরে এই জটিলতার মধ্যেই ছুটিতে আছেন চেয়ারম্যান। কাকে জানিয়ে ছুটি নিলেন তিনি? জানতে চেয়েছে রাজ্য শিক্ষা দফতর।
হাইকোর্টের নির্দেশে পুজোর ছুটির মধ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নয়া মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। আদালতের নির্দেশ অনুসারে প্রার্থীদের প্রশিক্ষণ অনুযায়ী নম্বর যোগ করে এই মেধা-তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে এর মধ্যে কর্মশিক্ষা এবং শরীরশিক্ষার শিক্ষক পদের জন্য আবেদনকারীদের নাম নেই। এসএসসিরর ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল বলে কমিশনের কর্তাদের দাবি। যদিও এই তালিকা ঘিরেও নানা অভিযোগ জমা পড়েছে কমিশনে। নিয়োগ নিয়ে এত অভিযোগ ওঠায় খুশি নয় রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন