এবার থেকে রাজ্যপালের নিরাপত্তায় আর রাজ্য পুলিশের হাতে থাকছে না। রাজ্যপালের নিরাপত্তায় এবার থাকবে কেন্দ্রীয় বাহিনী। এখন থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিরাপত্তায় থাকবেন আধাসেনা। যদিও বর্তমানে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান রাজ্যপাল। কিন্তু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার দাবি জানানো হয়েছিল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের হেনস্থার ঘটনা নিয়ে বিতর্ক ছড়ায় গোটা রাজনৈতিক মহলে। আর ওই ঘটনা ঘটার পরে দিল্লির কাছে রাজ্যপালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছিল বঙ্গ বিজেপি। সেদিন বাবুল সুপ্রিয়কে পড়ুয়াদের ঘেরাটোপ থেকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেদিন গোটা ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে করেন রাজ্যপাল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন