পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ ও তাঁদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক অনেক দিন ধরে চলে আসছে। এবার পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ এবং তাদের বেতন কাঠামো তৈরির বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। এক আরটিআইয়ের মাধ্যমে জানতে চাওয়া প্রশ্নের উত্তরে এই কথা জানাল ইনসিটিই।
এই প্রসঙ্গে পার্শ্বশিক্ষকদের নেতা অভিজিৎ ভৌমিক এই আরটিআই করে তথ্য জানতে চেয়ে ছিলেন। বুধবার এই চিঠি পান তিনি। অভিজিৎ-বাবুর বক্তব্য, এটা যদি সত্যি রাজ্যের হাতে থাকে, তাহলে তো বলতে হয় রাজ্য সরকার টালবাহানা করছে। যেভাবে বলা হয়েছিল এনসিটিইর বিধিনিষেধের কারণে আমাদের স্থায়ীকরণ হচ্ছে না, তা ঠিক নয়। সরকার এখন আলোচনায় ডেকে পাঠিয়েছে। কি প্রস্তাব দেয়, সেটাই এখন দেখার। তবে এই আলোচনাতে পার্শ্বশিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারে সরকার। এমনটাই মনে করেছেন অনেকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন