বোমা ফাটালেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। সিবিআইয়ের কাছে যাবার আগেই দুর্গাপুরে সাংবাদিকদের কাছে নারদ কর্তা দাবি করেন, তাঁর কাছে বেশ কিছু অকাট্য প্রমাণ রয়েছে। পুলিশ অফিসার মির্জা যে মুকুল রায়কে টাকা দিয়েছিলেন সেই প্রমাণ রয়েছে তাঁর হাতে।
ম্যাথুর এই বয়ানে পরে মুকুল রায়ের গ্রেফতারি সম্ভাবনা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এবারে পুজোর মধ্যে নবমীর দিনে দুর্গাপুরের বিভিন্ন পুজো মণ্ডপে যান ম্যাথু স্যামুয়েল। এরই মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিনি ৩ বছর ধরে বাংলাকে দুর্নীতিমুক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই লড়াই তিনি এখনও চালিয়ে যাবেন। যতদিন না এই মামলার শেষ হয় তাঁর এই লড়াই চলবে।
এবারে পুজোর মধ্যে নবমীর দিনে দুর্গাপুরের বিভিন্ন পুজো মণ্ডপে যান ম্যাথু স্যামুয়েল। এরই মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিনি ৩ বছর ধরে বাংলাকে দুর্নীতিমুক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই লড়াই তিনি এখনও চালিয়ে যাবেন। যতদিন না এই মামলার শেষ হয় তাঁর এই লড়াই চলবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন