গতকাল দুপুরে নিজের বাড়িতে খুন হলেন একি পরিবারের তিন জন। মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সদরঘাট লাগোয়া লেবুবাগানে বেলা ১২ টার সময় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পেশায় শিক্ষক বন্ধু প্রকাশ পাল(৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল(৩০) ও পুত্র অঞ্জনের(৫) দেহ।
এলাকা ও পুলিশ সূত্রের খবর, বাড়ির মধ্যে ঢুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাদের ৩ জনকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন