বহু বিতর্কের পরে আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেরিটলিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন( SSC)। আর এই মেরিটিলিস্ট নিয়ে বহু অভিযোগ এনেছেন পরীক্ষার্থীরা। এমনকি পুজোর আগে থেকে অভিযোগ নেওয়া শুরু হয়েছে। কমিশনের অফিসে ইতিমধ্যে কয়েক হাজার অভিযোগ জমাও পড়েছে। এই প্রেক্ষিতে অভিযোগের ধরণ চিহ্নিত করে সেই সবের যথাযথ জবাব দ্রুত তৈরির নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অভিযোগ জমা নেওয়া হবে।
আদালতে সম্ভাব্য মামলার সব জবাব তৈরি রাখতে চাইছে সরকার। মামলার কারণে আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে বিভিন্ন সময় হোঁচট খেতে হয়েছে রাজ্যকে। বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। বিক্ষোভরত হবু শিক্ষকদের নিয়ে দফায় দফায় পথে নেমেছেন বিরোধীরা। এর ফলে সরকারের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। সেই পরিস্থিতি আর যাতে না তৈরি হয়, তার বার্তা দিতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। কোনও ভুল থাকলে দ্রুত তা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরে গতকাল কমিশনের চেয়ারম্যান সৌমিত্র বাবু বলেন," প্রতিটি অভিযোগ আমরা খতিয়ে দেখছি। অভিযোগের ভিত্তি থাকলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন।"
আপারের মেধাতালিকা নিয়ে প্রথমে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পরে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য থেকে পরিষ্কার, আপারের মেধাতালিকাতে যদি কিছু অনিয়ম হয়েও থাকে তা গুরুত্বের সঙ্গে দেখবে স্কুল সার্ভিস কমিশন। আর যদি বাস্তবে কমিশন ফের স্বচ্ছ ভাবে মেধাতালিকা প্রকাশ করে তবেই আপারের নিয়োগ সম্ভব। এমনটাই মনে করছে আইনজীবীদের অনেকেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন