ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। এবার রাজ্যপালের নিরাপত্তা ইস্যু নিয়ে বিতর্ক। সিআরপিএফ বা আধাসেনার হাতে এই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিরাপত্তার দায়িত্ব তুলে দিতে নারাজ রাজ্য। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে।
রাজ্যের স্পষ্ট অভিযোগ, কেন রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই কেন্দ্র রাজ্যপালের নিরাপত্তায় আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করল। সূত্রের খবর, চিঠিতে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, " রাজ্যপালকে নিরাপত্তা দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্যপাল দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই রাজ্য তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়ে আসছে। তাহলে হঠাৎ কেন রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল।" নবান্নের তরফে আরও বলা হয়েছে, রাজ্য সরকারের তরফে রাজ্যপালের নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন