আদালতের নির্দেশে পুজোর ছুটির মধ্যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে কমিশন। আর এর পর থেকে এই শিক্ষক নিয়োগ ঘিরে নয়া বিড়ম্বনায় স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা কমিশনের বিরুদ্ধে বহু অভিযোগ এনেছেন। আর এই নিয়ে ইতোমধ্যে কমিশনের কেন্দ্রীয় দফতরে প্রায় ৪ হাজারের কাছে অভিযোগ জমা পড়েছে। সেগুলি বিকাশ ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এখন সেই অভিযোগ নথিভুক্ত করার কাজ চলছে।
যদিও, ২৫ অক্টোবর অভিযোগ জানানোর শেষদিন। ফলে শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে কমিশনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ঘিরে চলতি জটিলতার মধ্যেই ছুটিতে আছেন কমিশন চেয়ারম্যান সৌমিত্র সরকার। যে কারণে দিনকয়েক আগে শো-কজ করে রাজ্য শিক্ষা দফতর। কাকে জানিয়ে ছুটি নিলেন তিনি? কমিশনের চেয়ারম্যানের থেকে জানতে চাওয়া হয়েছে। এর মধ্যেই নিয়োগ সংক্রান্ত অভিযোগের পাহাড় কমিশনের সদর দফতর থেকে বিকাশ ভবনে পাঠিয়ে দেওয়া হল। আর এই কয়েক হাজার অভিযোগের পরেও নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে কি কমিশন? ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন