পুজোর মধ্যে আপার প্রাইমারির মেরিটলিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় একাধিক অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন চাকরি-প্রার্থীদের একাংশ। এনিয়ে আদালতের নির্দেশ মতন কমিশনের কাছে অভিযোগ জানাবেন পরীক্ষার্থীরা। উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে ইন্টারভিউ চলছিল তাতে কিছু অসংগতি রয়েছে বলে অভিযোগ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে।
বেশিরভাগ মামলার এখনও নিষ্পত্তি হয়নি। সেই কারণে উচ্চ প্রাথমিকের প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়া ১৫ জুলাই শেষ হলেও এতদিন চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে পারেনি কমিশন। গত মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেয়, সাতদিনের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে।
ওই মেধাতালিকা প্রকাশের পর বহু অভিযোগ উঠতে শুরু করেছে। তাঁদের অভিযোগ, তালিকায় অনেক প্রার্থীর টেট-এর নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। মূলত মামলাকারী প্রার্থীদের নম্বর বাড়িয়ে দিয়েছে কমিশন। অনেক প্রার্থীর অ্যাকাডেমিক স্কোর কম হলেও তাঁদের ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর অনেকটাই বেশি।
এবার এই মেধাতালিকাতে অসংগতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন বেশকিছু পরীক্ষার্থী। পুজোর ছুটির পরেই তাঁরা এই কাজে উদ্যোগ নেবেন বলে জানা গিয়েছে। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ফের আটকে যাবে আপারের নিয়োগ? চূড়ান্ত মেধাতালিকাতে যেসব পরীক্ষার্থীর নাম এসেছে, সেইসব পরীক্ষার্থীদের উক্তি, আপারের মেধা তালিকা স্বচ্ছ ভাবে নিয়ম মেনে প্রকাশ করেছে কমিশন। নাম চূড়ান্ত তালিকাতে না আসর জন্য নিয়োগ আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে ওরা। এতে ওদের কিছু লাভ হবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন