ফের রাজ্যের মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মানুষকেও রাজ্য থেকে তাড়াতে দিচ্ছি না। আমি বলছি, সব মানুষ এখন থাকবে। সব ধর্মের মানুষ পাশাপাশি থাকবে রাজ্যে। আমি সকলের পাহারাদার। আমি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি বলি শুধু বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে থাকবে, সেটা চলতে পারে না। দরকারে আমার নাম থেকে বন্দ্যোপাধ্যায় চলে যাবে। কিন্তু মানুষটা পড়ে থাকবে।
এই তো অসমে এনআরসি হল। সেখানে সবচেয়ে বেশি যারা বাদ পড়েছেন, তারা হলেন রাজবংশী। কিন্তু এখানে এসব হচ্ছে না। করতে দিচ্ছি না। এনআরসি হবেও না। হিন্দুদের কাছে গিয়ে ওরা বলছে, তোমরা থাকবে, ওরা থাকবে না। একের বিরুদ্ধে অন্যকে লড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চিন্ত থাকুন এখানে। শুধু সঠিকভাবে গণনায় নিজের নাম তুলুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন