ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানেই বিক্ষোভের মুখে পড়লেন তিনি। অভিযোগ, নামখানা থেকে ফ্রেজারগঞ্জ যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
মন্ত্রীকে কালো পতাকাও দেখানো হয়। বিক্ষোভ এড়িয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেন মন্ত্রী। গত শনিবার সন্ধে আটটা নাগাদ এ রাজ্যে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল। একের পর এক ভেঙে পড়ে বাড়ি ও গাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের কারণেই ফ্রেজারগঞ্জে ট্রলার-ডুবির ঘটনাও ঘটে। এই ঘটনার পরে বাবুল সুপ্রিয় জানান,বুধবার নামখানা ও ফ্রেজারগঞ্জে যাবেন তিনি। বুধবার সকালে নির্ধারিত সময় নামখানায় হাজির হন তিনি। নামখানার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সেরে বাবুল সুপ্রিয় ফ্রেজারগঞ্জে যাওয়ার পথ বাধার মুখে পড়েন। অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেন। আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কোনক্রমে বিক্ষোভ থেকে বেরিয়ে ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই ঘটনাটির সঙ্গে তারা জড়িত নয় বলে জানিয়ে দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন