ভাটপাড়াতে ফের অশান্তি বাড়তে পারে। ৪ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল। এবার অর্জুন সিংকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তবে পাল্টা চাল দিতে পিছিয়ে নেই নেই অর্জুন সিং।
তৃণমূল ছাড়ার পরে বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকেটে সাংসদ সন অর্জুন। আর জিতেই বারাকপুর শিল্পাঞ্চলের একের পর এক পুরসভা দখল নেয় অর্জুন সিং। কিন্তু দ্রুত নিজেদের সংগঠন গুছিয়ে নিয়ে পাল্টা আঘাত করতে শুরু করে তৃণমূল। একে একে বিজেপির হাত থেকে পুরসভাগুলি পুনর্দখল করে নেয় তৃণমূল। এমনকি বিজেপিতে চলে যাওয়া ১২ জন কাউন্সিলরের প্রত্যাবর্তনে অর্জুনের খাসতালুক ভাটপাড়াও একরকম হাতছাড়া।
১২ কাউন্সিলর ফেরায় ভাটপাড়া পুরসভায় তাদের কাউন্সিলর সংখ্যা ১৭ বলে দাবি করেছে তৃণমূল। সেক্ষেত্রে ভাটপাড়া পুরসভায় বিজেপির কাউন্সিলর ১৪ ও সিপিআই(এম) এর ১ জন। এবার ৪ ডিসেম্বর বিজেপির বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল। যদিও তৃণমূলকে গুরুত্ব দিচ্ছে না অর্জুন সিং।
১২ কাউন্সিলর ফেরায় ভাটপাড়া পুরসভায় তাদের কাউন্সিলর সংখ্যা ১৭ বলে দাবি করেছে তৃণমূল। সেক্ষেত্রে ভাটপাড়া পুরসভায় বিজেপির কাউন্সিলর ১৪ ও সিপিআই(এম) এর ১ জন। এবার ৪ ডিসেম্বর বিজেপির বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল। যদিও তৃণমূলকে গুরুত্ব দিচ্ছে না অর্জুন সিং।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন